কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে হাতুড়ি পেটায় আহত পরেশ বিশ্বাসের (৩৫) মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩.০৭.২৪ইং তারিখ রোজ শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০ জুলাই বুধবার সকালে উপজেলার ৭নং বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে পরেশ বিশ্বাসকে লোহার রড, জিআই পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। এসময় মানবিকা বিশ্বাস ও পলাশী বিশ্বাস তাকে রক্ষা করতে গেলে তাদেরও হাতুড়ি দিয়ে পেটানো হয়। আহত পরেশ বিশ্বাসকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় পরেশ বিশ্বাসের মৃত্যু হয়।