বাউফলে ৫ জনের করোনা ভাইরাস শনাক্ত !!

কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়নে ৫জন করোনা ভাইরাস রোগী শনাক্ত করা হয়েছে। এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল উপজেলা নিবার্হী অফিসার জাকির হোসেন।
 সূত্র জানায়,গত ২০ এপ্রিল লকডাউন উপেক্ষা করে ছয় জন ব্যক্তি নারায়ণগজ্ঞ থেকে রোগী সেজে ভাড়া আ্যম্বুলেন্স যোগে বাউফল উপজেলার কালাইয়া আসে।খবর পেয়ে কালাইয়া ইপি পরিষদ চেয়ারম্যান এস,এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা,বিষয়টি উপজেলা নিবার্হী অফিসার জাকির হোসেনকে জানায়।
 উপজেলা নিবার্হী অফিসার জাকির হোসেন আগত ছয়জনকে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে হোমকোয়ারেন্টে রাখেন এবং আ্যম্বুলেন্স চালকের জরিমানা করেন উপজেলা প্রশাসন।
 এ ঘটনায় সন্দ্বেহজনক ভাবে ছয়জনের করোনাভাইরাস শনাক্তকরণের জন্য নমুনা সংগ্রহ করে বাউফল উপজেলা মেডিকেল টিম।আজ ২৪ এপ্রিল শুক্রবার তাদের ছয়জনের মধ্যে ৫ জনের রির্পোট পজেটিভ আসে।
   এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার জাকির হোসেন জানান,প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের প্রস্ততি চলছে।