বাউফলে ৬ মন জাটকা ইলিশ সহ ৬ জেলে আটক

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফলে মঙ্গলবার গভীর রাতে তেঁতুলিয়া নদীর চরওয়াডেল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৬ মন জাটকা ইলিশসহ ৬ জেলে ও তাদের ব্যবহৃত একটি নৌকা আটক করেছে মৎস্য বিভাগ।

আটককৃতরা হলেন চরফ্যাশন উপজেলার রিয়াজ(২৪),কবির(২২),মাসুদ(২৮),বেল্লাল(১৮), জয়নাল(৩৪) ও চরবিশ্বাস গ্রামের মোঃ বাহাদুর (২৮)।

উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৪ টার দিকে মৎস অফিসের ফিল্ড সহকারি মোঃ আনিচুর রহমান,সৈয়দ রুহুল আমিন ও বাউফল থানার এসআই মোঃ শামীম হাওলাদারের সমন্বয়ে একটি দল তেঁতুলিয়া নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছিলেন। এ সময় পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশন থেকে ঝাটকা ইলিশ নিয়ে ছেড়ে আসা একটি ফিশিংবোট তেঁতুলিয়া নদীর চরওয়াডেল পয়েন্টে পৌঁছালে জাটকা ইলিশ ও ৬ জেলেসহ বোটটি আটক করা হয়।

বুধবার (১৬ ফেব্রæয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ বায়েজিদুর রহমান জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় ও দুঃস্থদের মাঝে বিতরণ করেন। এসময় আটককৃত ছয় জেলের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।