বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে একটি মার্কেটে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদমান গণমাধ্যমকে জানিয়েছেন, একজন নিরাপত্তাকর্মী সন্দেহজনক একটি গাড়ি লক্ষ্য করে গুলি করেন এবং এরপর চালক গাড়িটির বিস্ফোরণ ঘটায়।

বিবিসি অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে ইরাকে হামলার দায় স্বীকার করে আসছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

ইরাকের উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর অভিযানে কোনঠাঁসা অবস্থায় রয়েছে আইএস। জঙ্গিদের বেশ কিছু শক্তিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে সেসব স্থানের নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি বাহিনী।