আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাংশে একটি শপিংমলে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে ১২ জন।
শুক্রবার মধ্যরাতের দিকে এ হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে কথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
বাগদাদ পুলিশ জানিয়েছে, নাখিল শপিংমলের প্রবেশপথে একটি এবং গাড়ি পার্কিংয়ে অন্য বোমাটি বিস্ফোরিত হয়। এতে আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।
আইএসের সংসাদ সংস্থা আমাক নিউজ এজেন্সি জানিয়েছে, বাগদাদের পূর্বাংশে প্যালেস্টাইন রোডে আত্মঘাতী বিস্ফোরক বেল্ট পরে আইএসের এক সদস্য হামলা চালায় এবং আরেকটি হামলা ছিল গাড়িবোমা হামলা। শিয়াদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
২০১৪ সালে ইরাকে এক-তৃতীয়াংশ দখল করে নেয় আইএস। এ ছাড়া বাকি অংশে ইরাকের শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘর্ষ চলছে। একদিকে সন্ত্রাসী হামলা, অন্যদিকে সাম্প্রদায়িক সংঘর্ষে বিপর্যপ্ত ইরাকের জনজীবন।
তবে ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলা এবং ইরানিদের সমর্থনে শিয়া যোদ্ধাদের যৌথ হামলা আইএসকে কোণঠাসা করে ফেলছে। এ অবস্থায় আত্মঘাতী হামলা বাড়িয়েছে আইএস।
সাম্প্রতিক মাসগুলোতে বাগদাদে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আইএস।