
ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের মোংলায় ৫০ হাজার মেট্রিক টন শস্য ধারণক্ষমতাসম্পন্ন সাইলো কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সাইলো কমপ্লেক্সের উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বন্যা বা যেকোনো দুর্যোগ বা আপৎকালীন দেশের যেকোনো এলাকায় খাদ্য সরবরাহের জন্য খাদ্য সংরক্ষণ করতেই সাইলো নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, একটা সময় ছিল মানুষ এক বেলা খাবার জোটাতে পারত না। দেশের মানুষ কঙ্কালসার ছিল। যেখানে দেশে ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল, সেখানে এখন খাদ্য উদ্বৃত্ত হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশকে মর্যাদাশীল দেশ ও জাতি হিসেবে গড়ে তুলতে ক্ষমতায় এসেছি। ভিক্ষুকের সর্দার হয়ে থাকতে ক্ষমতায় আসিনি। বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে চাই, ভিক্ষুক হয়ে থাকতে চাই না।’
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর ১৯৯৬ সাল থেকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে গবেষণা শুরু হয় হাইব্রিড খাদ্য উৎপাদনের জন্য। আপৎকালীন যেন কারো কাছে হাত পাততে না হয়, সে জন্য খাদ্য সংরক্ষণ ও সরবরাহের জন্য সাইলো নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি পরপর শুধু ধান উৎপাদন না করে মাঝেমধ্যে অন্য কোনো ফসল ফলাই, তাহলে জমির উর্বতা বাড়বে, মাটি ঠিক থাকবে এবং অন্য ফসলের চাহিদাও পূরণ হবে। এ রকম পরিকল্পনা করা হচ্ছে। খাদ্যশস্য উৎপাদনের পরিকল্পনা নতুন করে করতে চাচ্ছি।’