বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল থেকে চার ডাকাতকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার রণসেন গ্রামের খলিলুর রহমানের বাড়িতে ডাকাতি করে পালানোর সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেন।
আটককৃতরা হলেন- বাগেরহাটের মোংলা উপজেলার আমির আলীর ছেলে মোতাচ্ছিন খান (৫২), রামপাল উপজেলার ভরসাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল কাদের (২৭), সদর উপজেলার কালিয়া গ্রামের শেখ আবু সুফিয়ানের ছেলে সুমন হোসেন (৩২) ও একই গ্রামের শেখ আসাদুর রহমানের ছেলে শেখ রবিউল ইসলাম (৩০)।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলায়েত হোসেন বলেন, ‘শনিবার ভোরে ৪-৫ জন ডাকাত রণসেন গ্রামের খলিলুর রহমানের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ৩০ হাজার টাকা ও চার ভরি সোনার গহনা লুট করে চলে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর খলিলুর রহমান চিৎকার করে। এ সময় আশপাশের লোকজন চারদিক ঘিরে ফেলে চারজনকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে সেখানে গিয়ে চারজনকে আটক করে পুলিশ।