বাগেরহাটে ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি’র অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

এম এম সি মেহেদী হাসানঃ বাগেরহাট ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তার অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মত আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা দাবি আদায়ে ক্লাস বর্জন করে শ্রেণিকক্ষ ও অফিসে তালা ঝুলিয়ে দেয় এবং ক্যাম্পাসে বিক্ষোভ করে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ওই অধ্যক্ষের নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে রোববার রাত থেকে আন্দোলনে নামে শিক্ষর্থীরা। সোমবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষভ ও অধ্যক্ষ্যের কুশপুত্তলিকা দাহ করে।
শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কেটে রাখাসহ বিভিন্ন খাতে অনিয়মের অভিযোগ তুলে শিক্ষার্থীরা বলেছেন, অধ্যক্ষের অনিয়ম ও সেচ্ছাচারিতার প্রতিবাদ করলে প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র দিয়ে বের করে দেওয়াসহ নানা ধরণের ভয়ভীতি দিয়ে আসছেন তিনি। তাই তার হাতে থেকে পরিত্রাণ পেতে অধ্যক্ষের অপসারণের এক দফা দাবিতে আন্দোলন করছেন তারা। চলতি সপ্তাহের মধ্যে তার অপসারণ না হলে আরো কঠর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।