জেলা প্রতিবেদকঃ বাগেরহাটের চিতলমারী উপজেলায় ঝড়ে ইমন মল্লিক (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এছাড়া জেলার মাঠে থাকা পাকা ধানের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
মঙ্গলবার (৬ মে) ভোরে আকস্মিক ঝড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন হিজলা গ্রামের আনসার মল্লিকের ছেলে ও হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুল ইসলাম জানান, আকস্মিক ঝড়ে উপজেলার হিজলা গ্রামের আনসার মল্লিকের ঘরের ওপরে চাম্বল গাছ পড়ে। এতে আনসারের ছেলে ইমনের মৃত্যু হয়। এছাড়া কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা তালিকা তৈরি করে ক্ষতিপূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।