
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক ও পিকআপভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন।
উপজেলার বৈলতলী এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান সিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. শাহজাহান জানান, কয়েকজন ব্যক্তি স্থানীয় একটি বাজারে পান বিক্রির পর ব্যাটারিচালিত ইজিবাইকে করে বাড়িতে ফিরছিলেন। এ সময় বৈলতলী নামক স্থানে পৌঁছালে একটি পিকআপভ্যানের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই ইজিবাইকের ছয় আরোহী নিহত হন।
লাশগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।