বাজারে এনেছে তাইওয়ানভিত্তিক এভারস্প্রিংয়ের জিএসএম অ্যালার্ম ব্যবস্থা

কম্পিউটার সিটি টেকনোলজিস সম্প্রতি দেশের বাজারে এনেছে তাইওয়ানভিত্তিক এভারস্প্রিংয়ের জিএসএম অ্যালার্ম ব্যবস্থা। এই যন্ত্রে রয়েছে জিএসএম মডিউল, যার মাধ্যমে খুদে বার্তা পাঠানো এবং ফোন-কল করা সম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত নড়াচড়া শনাক্ত করা, দরজা বা জানালা খোলা শনাক্তকরণ এবং দূর থেকে এর নিয়ন্ত্রণ করা যাবে। এ ছাড়া এই সতর্কসংকেত-ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ।
বিজ্ঞপ্তি