কম্পিউটার সিটি টেকনোলজিস সম্প্রতি দেশের বাজারে এনেছে তাইওয়ানভিত্তিক এভারস্প্রিংয়ের জিএসএম অ্যালার্ম ব্যবস্থা। এই যন্ত্রে রয়েছে জিএসএম মডিউল, যার মাধ্যমে খুদে বার্তা পাঠানো এবং ফোন-কল করা সম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত নড়াচড়া শনাক্ত করা, দরজা বা জানালা খোলা শনাক্তকরণ এবং দূর থেকে এর নিয়ন্ত্রণ করা যাবে। এ ছাড়া এই সতর্কসংকেত-ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ।
বিজ্ঞপ্তি