বাজেট নিয়ে যে বিতর্ক হচ্ছে তা জনগণের জন্য ভাল

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাজেট নিয়ে যে বিতর্ক হচ্ছে তা জনগণের জন্য ভাল। বিতর্ক হচ্ছে গণতন্ত্রের ভিউ। গণতন্ত্রে বিতর্কের প্রয়োজন আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৯ জুন জাতীয় সংসদে যে সংশোধিত বাজেট পাস হবে তাতে জনগণ খুশি হবে এবং বিএনপির সমালোচনা বন্ধ হবে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যানজট প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদে মানুষের ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে সড়ক ও জনপথ বিভাগের কারো কোনো অবহেলা ও অনিয়ম সহ্য করা হবে না। মহাসড়কগুলো যানজটমুক্ত রাখতে রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে ৩০০ শতাধিক আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে।

মন্ত্রী এ সময় মহাসড়কে বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের কাছে গিয়ে লিফলেট বিতরণ করেন।