![](https://crimepatrolbd.com/wp-content/uploads/2016/10/Tofail_Ahmed.jpg)
নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) লতিফ বকসী জানান, তিনি কয়েকদিন ধরে অসুস্থবোধ করছিলেন। দলের জাতীয় সম্মেলনে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়েন। সম্মেলনে ব্যস্ত থাকায় তখন চিকিৎসা নিতে পারেননি। সোমবার রাতে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) সাইফুল হাসান বলেন, ঋতু পরিবর্তনজনিত অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।