
নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মেলায় ৯ প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
পণ্যে মূল্য নির্ধারিত না থাকায়, খাবারের মান ভাল না থাকা, পাটের ব্যাগের পরিবর্তে অন্য ব্যাগ ব্যবহার, মেয়াদের তারিখ নির্ধারিত না থাকা, ক্রেতাদের অভিযোগসহ বিভিন্ন কারনে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, যতদিন মেলা চলবে ততদিন আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজ আমরা নয় প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছি।