বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলার মতুরামপুর ও বাঘহাতা গ্রামের হাওরে বজ্রপাত হয়। নিহতরা হলেন- বাঘহাতা গ্রামের মধু মিয়া (৪৩), হলদারপুর গ্রামের আনসার আলী (২০)।

স্থানীয় সূত্র জানান, মধু মিয়া ও আনসার আলীসহ অন্য কৃষকরা জমিতে ধান কাটতে গেলে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তারা আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।