বান্দরবানে তিন মাদক ব্যবসায়ী আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন থেকে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে জেলার নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন। এসময় তাদের কাছ থেকে ৬০ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেনঃ-

১. ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়া ৫নং ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে জিয়াউল হক (২৮)

২. বালুখালি ২০নং রোহিঙ্গা ক্যাম্পের তবারক আলীর ছেলে নুর মোহাম্মদ (২০) ও

৩. বালুখালি ২নং রোহিঙ্গা ক্যাম্পের হাসেম মূল্লার ছেলে ছৈয়াদ কাসেম (২১)।

পুলিশ জানায়, এদের মধ্যে জিয়াউল হককে ঘুমধুম বেতবুনিয়া হেডম্যন পাড়া এলাকা থেকে ৪৮ হাজার ৭৫০পিস ইয়াবাসহ, নুর মোহাম্মদকে ঘুমধুম টিভি টাওয়ার এলাকা থেকে ৯ হাজার ৫০পিস এবং ছৈয়দ কাসেম কে ঘুমধুম টিভি টাওয়ার এলাকা থেকে ১ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ আটক করা হয় ।