বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ‘সন্ত্রাসী সন্দেহে’ দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আলিখ্যং ইউনিয়নের অঙ্গ্যাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবকরা হলেন উক্যহ্লা মারমা (৩২) ও হ্লামং মারমা (২৫)। তাদের বাড়ি লামা উপজেলায়।
আলিখ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা জানান, রাত সাড়ে ১২টার দিকে উক্যহ্লা মারমা ও হ্লামং মারমা নামে দুই যুবক পাড়ার কার্বারির ছেলে থুইছাচিং মারমাকে মারতে গেলে স্থানীয়রা তাদের পিটিয়ে হত্যা করে। নিহত দুজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জামছড়ি পাড়া থেকে কয়েক দিন আগে আওয়ামী লীগ নেতা মং পু মারমাকে অপহরণ করা হয়। এ ঘটনার পর থেকে এলাকার আদিবাসীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।