বাবার পথেই হাঁটছেন সুহানা ভিডিও

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। ইন্ডাস্ট্রিতে তার দীর্ঘদিনের পথচলা। তবে অভিনয় ক্যারিয়ার মঞ্চ দিয়েই শুরু করেছিলেন তিনি। এখন তার মেয়ে সুহানাও বাবার পথেই হাঁটছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একটি স্কুলের নাটকের অংশ বলে জানা গেছে। ভিডিওটিতে দেখা যায়, সুহানা মঞ্চে অভিনয় করছেন। এটি সিনড্রেলা নাটকের দৃশ্য। তিনি মূল চরিত্রে অভিনয় করছেন এবং বেশ সাবলীলভাবেই তাকে অভিনয় করতে দেখা গেছে।

ছোটবেলা থেকেই স্কুলের নাটকের সঙ্গে সম্পৃক্ত সুহানা। এর আগে অনেক সাক্ষাৎকারেই অভিনয়ের প্রতি সুহানার ভালোবাসার কথা জানিয়েছেন শাহরুখ খান। অন্যদিকে ছেলে আরিয়ান প্রসঙ্গে জানিয়েছেন, তার শখ ক্যামেরার পেছনে কাজ করা। তাই বাবার মতো তাকেও ভবিষ্যতে রুপালি পর্দায় দেখা যাবে বলে মনে করছেন অনেকেই।

দেখুন : প্রকাশিত ভিডিও

https://youtu.be/YVklpHKu-tA