
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বামনডাঙ্গা স্টেশনে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে।
সোমবার বেলা ১১টার দিকে বোমাসদৃশ বস্তুটি পাওয়া যায়। এ ঘটনার পর ওই এলাকায় বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে সান্তাহার-লালমনিরহাট রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। দুপুর ২টা পর্যন্ত বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেনি পুলিশ।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, এমপি লিটন হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে আধাবেলা হরতাল চলার কারণে একটি ট্রেন বামনডাঙ্গা স্টেশনে আটকা পড়ে। এ সময় ট্রেনটির নিচে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। বস্তুটি উদ্ধারের চেষ্টা চলচ্ছে।
বামনডাঙ্গা স্টেশন মাস্টার হাইয়ুল কাইয়ুম মিয়া লালমনিহাট-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।