
জেলা প্রতিনিধি আতিক হাসান: সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নে ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির টোকেন দিয়ে গরীব ভ্যান চালকদের কাছ থেকে চাঁদাবাজি করছে ও চাঁদা না দিলে ভ্যান আটকিয়ে রাখছে বারুহাস ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির লোকজন। একজন গরীব ভ্যান চালক ওছমান আলীর সঙ্গে কথা বলে জানা যায় এভাবে প্রতিদিন ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির লোকজন ভ্যান আটকিয়ে টোকেন দিয়ে ভ্যান প্রতি ৪০ টাকা করে চাঁদা নিচ্ছে আর চাঁদা না দিলে ভ্যাট আটকিয়ে রাখছে। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যম সিরাজগঞ্জ জেলা ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির সভাপতি আসলাম হোসেনের সাথে ফোনে কথা বলে জানা যায় তিন চাকার ভ্যান থেকে কোন চাঁদা নেওয়ার নিয়ম নেই এবং তিনি বলেন বিষয়টি আমি খতিয়ে দেখব। একজন গরীব ভ্যান চালক ভ্যান চালিয়ে সারাদিন যে টাকা আয় করে তা দিয়েই তাদের সংসার চলে না তার উপর যদি এভাবে যেখানে সেখানে এই ধরনের চাঁদা দিতে হয় তাহলে তাদের কি করুন অবস্থা হবে। ভ্যান চালকরা অবিলম্বে এই ধরনের সকল চাঁদাবাজী বন্ধ করার জোর দাবী জানায়।