বার্সেলোনা ‘কাতালান ডার্বি’ জিতেছে ৫-০ গোলে

ক্রীড়া ডেস্ক : জ্বলে উঠলেন লিওনেল মেসি। বার্সেলোনা ফরোয়ার্ড করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। তাতে উড়ে গেল এসপানিওল। বার্সেলোনা ‘কাতালান ডার্বি’ জিতেছে ৫-০ গোলে।

লা লিগায় বার্সেলোনা জিতল প্রথম তিন ম্যাচেই। তিন ম্যাচ খেলে শতভাগ জয়ের রেকর্ড একমাত্র বার্সারই। ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে আর্নেস্তো ভালভার্দের দল।

শনিবার দিনের প্রথম ম্যাচে লেভান্তের সঙ্গে ১-১ গোলে ড্র করা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আছে ষষ্ঠ স্থানে। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে বার্সা এগিয়ে ৪ পয়েন্ট।

আগের দুই ম্যাচ জিতলেও বার্সেলোনাকে ঠিক যেন বার্সেলোনা মনে হয়নি। অবশেষে ন্যু ক্যাম্পে শনিবার রাতে বার্সাকে দেখা গেল পুরোনো ছন্দে। নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর নিঃসন্দেহে এটিই বার্সার সেরা ফুটবল প্রদর্শনী।

বার্সা কোচ ভালভার্দে দল সাজিয়েছিলেন ৪-৪-২ ফর্মেশনে। মিডফিল্ডে দুর্দান্ত খেলেছেন ইভান রাকিটিচ ও সার্জিও বুসকেটস। লেফট-ব্যাকে ঝলক দেখিয়েছেন জরদি আলবা। রাইট-ব্যাকে দারুণ পারফরম্যান্স মেলে ধরেছেন এ মৌসুমেই ক্লাবে আসা নেলসন সেমেদো। অভিষেকে নজর কেড়েছেন উসমান ডেম্বেলে।

ঘরের মাঠে ম্যাচের ২৫ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সা। গোলটা ছিল দুর্দান্ত। আর্জেন্টাইন ফরোয়ার্ড রাকিটিচের পাস পেয়ে যান বক্সের মধ্যে। দুই ডিফেন্ডারকে ড্রিবল করে দারুণ এক শটে বল জালে জড়িয়ে দেন পাঁচবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়। অবশ্য টিভি রিপ্লেতে দেখা গেছে, মেসি ছিলেন ‘অফ সাইডে’।

একটু পর গোল পেতে পারতেন রাকিটিচ নিজেও। আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে ওয়ান-টু খেলে শট নিয়েছিলেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। তবে বাঁদিকে ঝাঁপিয়ে দারুণ এক সেভ করেন এসপানিওল গোলরক্ষক পাও লোপেজ।

বিরতিতে যাওয়ার ১০ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করে ফেলে বার্সা। গোলদাতা সেই মেসি। গোলের জোগানদাতা আলবা। তার কাটব্যাকে মেসির শট খুঁজে নেয় অতিথিদের জাল।

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে আলবার পাস থেকেই হ্যাটট্রিক পূরণ করেন মেসি। বার্সেলোনার হয়ে এটি মেসির ৩৮তম হ্যাটট্রিক। আর এসপানিওলের বিপক্ষে তার ১৮তম লিগ গোল। ‘কাতালান ডার্বি’তে সর্বোচ্চ গোলদাতা এখন মেসিই।

পরের মিনিটেই বদলি হিসেবে অভিষেক হয় বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সায় আসা ডেম্বেলের। তাতে বার্সার আক্রমণের ধার বারে আরো। ২০ বছর বয়সি ফরোয়ার্ড নির্ধারিত সময়ের শেষ মিনিটে সুয়ারেজকে দিয়ে গোল করিয়ে জানান দিলেন তার আগমনী বার্তা।

সুয়ারেজ স্কোরশিটে নাম লেখানোর আগেই ৮৭ মিনিটে দলের চতুর্থ দলটা করেন জেরার্ড পিকে। কর্নার থেকে আসা বলে স্প্যানিশ ডিফেন্ডারের হেড খুঁজে পায় নগরপ্রতিদ্বন্দ্বীদের জাল।

এসপানিওল যে সুযোগ পায়নি, তা নয়। প্রথমার্ধে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাবলো পিয়াতির শট লাগে বারে। দ্বিতীয়ার্ধে দারুণ এক সেভে অতিথিদের গোলবঞ্চিত করেন বার্সা গোলরক্ষক টের স্টেগেন।