এম এ লিংকন,মেহেরপুর)
বাল্য বিয়ে পড়ানোর দায়ে আব্দুল কাইউম(৪৫) নামের এক ইমামের তিন দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল সোয়া চারটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনীর সহকারী কমিশনার(ভূমি) এসএম জামাল আহমেদ এ দ- প্রদান করেন।
দ-িত আব্দুল কাইউম গাংনী উপজেলার পীরতলা জামে মসজিদের ইমাম ও ওই গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে। তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সুত্রে প্রকাশ, রোববার সন্ধ্যায় পীরতলা গ্রামের সাহাবুল ইসলামের মেয়ে নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রি সেতুর সাথে দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলের বিয়ে পড়ান ইমাম আব্দুল কাইউম। বিষয়টি উপজেলা প্রশাসন অবগত হলে গাংনী থানাকে অনুরোধ করেন ইমামকে আটকের জন্য। গাংনী থানা পুলিশের এসআই শংকর কুমার ও সঙ্গীয় ফোর্স বিকেলে ইমাম আব্দুল কাইউমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৫ ধারা অনুযায়ি তাকে তিন দিনের কারাদ- প্রদান করেন।