বাসচাপায় গাজীপুরে এক নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : সোমবার গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলি আক্তার ভোলার আব্দুর রশিদের স্ত্রী।

গাজীপুরে বাসচাপায় মিলি আক্তার (৪৫) নামের এক নারী নিহত হয়েছে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুস সালাম জানান, বেলা ১১টার দিকে মিলি আক্তার চান্দনা চৌরাস্তা মোড় পার হচ্ছিলেন। এ সময় গাজীপুরগামী বলাকা পরিবহণের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাসটিকে আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।