বাসচাপায় নিহত ১

নিউজ : নিহত আমিরুল ইসলামের (৫৫) বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাবু নগরে। জোড় ইজতেমায় অংশ নিতে তিনি দুইদিন আগে টঙ্গী এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

টঙ্গী থানার এসআই জহুরুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় স্টেশনরোডের বাটা গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস আমিরুলকে চাপা দেয়।

“গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।”

নিহতের লাশ হাসপাতালের মর্গে আছে বলে জহুরুল জানিয়েছেন।