বাসাবোতে ট্রাক চাপায় শিশু নিহত

রাজধানীর মধ্য বাসাবোতে ড্রাম ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহি সাজ্জাদ হোসেন (৯) নামের এক শিশু নিহত হয়েছে।

স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়তো সে।

শনিবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে সবুজবাগ মধ্য বাসাবো সুমন স্যানেটারী দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, বেলা ১২টার দিকে মধ্য বাসাবো এলাকার রাস্তায় সাইকেল চালাচ্ছিল সাজ্জাদ। এসময় একটি মাটি বহনকারী ড্রাম ট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক ও চালককে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রাম ট্রাকটি জব্দ এবং চালক মোশারেফকে (৪৮) আটক করা হয়।