বাসের ভাড়া বাড়বে নাঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ এপ্রিল থেকে রাজধানীতে গেট লক বা সিটিং সার্ভিস বন্ধের কারণে বাসের ভাড়া বাড়বে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সিটিং সার্ভিস বন্ধের কারণে বাসের ভাড়া বাড়বে না। বরং অতিরিক্ত ভাড়া যাতে না নেই এ কারণে সিটিং সার্ভিস বন্ধ করা হচ্ছে। এতো দিন সিটিং সার্ভিসের নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাস মালিকরাও চায় সিটিং সার্ভিস বন্ধ হোক।

বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিএ পরিচালিত মোবাইকোর্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাস মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী ১৫ তারিখ থেকে রাজধানীতে সিটিং সার্ভিস, গেট লক, বিরতিহীন কিংবা স্পেশাল সার্ভিস নামের কোনো গণপরিবহন থাকবে না। ওই দিন থেকে বিআরটিএর নির্ধারিত ভাড়া যাত্রীদের কাছে আদায় করা হবে।