বাহামায় ম্যাথুর তাণ্ডব, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক : হাইতি ও কিউবায় তাণ্ডবের পর এবার শক্তিশালী হারিকেন ম্যাথু আঘাত হেনেছে বাহামা দ্বীপপুঞ্জে। এতে ২৭ জনের প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে হারিকেনটি ডমিনিকান রিপাবলিক ও হাইতিতে আঘাত হানে। বুধবার হারিকেনটি কিউবা ও বাহামায় আঘাত আনে।

গত এক দশকের মধ্যে ক্যারিবীয় অঞ্চলে সবচেয়ে শক্তিশালী হারিকেন এটি।

জাতিসংঘ বলছে, ২০১০ সালে ভয়াবহ ভূমিকম্পের পর এই হারিকেনের কারণেই সবচেয়ে বড় মানবিক সংকটে পড়েছে হাইতি।

হারিকেন ম্যাথুর কারণে হাজার হাজার লোক আশ্রয়হীন হয়ে পড়েছে। হাইতি থেকে জানানো হয়েছে, প্রায় ৮০ শতাংশ লোক ম্যাথুর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ম্যাথুর গমনপথ থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার পরও হাইতিতে অন্ততপক্ষে ২৩ জন ও ডোমিনিকান রিপাবলিকে চারজনের মৃত্যু হয়েছে।

ম্যাথুর তাণ্ডবে উপকূলীয় এলাকার সড়কগুলোতে নৌকাসহ ধ্বংস হওয়া বিভিন্ন জিনিসের স্তূপ জমে গেছে। সাগর থেকে উঠে আসা পানিতে আবাসিক এলাকাগুলো ডুবে গেছে।

ফ্লোরিডায় স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় হারিকেনটি পূর্ব উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র।