বাড়ি মালিক হালিমা কোরবানী গরুসহ বাড়ি থেকে বের করেদিলেন বীর মুক্তিযোদ্ধাকে

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী দক্ষিন খান এলাকায় ফায়দাবাদ গোয়াটেগ রোডে হালিমা ভিলার পাঁচতলার ভাড়াটিয়া বীর মুক্তিযোদ্ধা এ.আর. চৌধুরীকে রাত ১২টায় সময় কোরবানীর গরুসহ রাস্তায় বেড়ীয়ে যেতে বলেন বাড়ির মালিক হালিমা, ভাড়াটিয়া চৌধুরী বাড়ির মালিকে অনেক অনিরোধ করে বলেন আপনার গেটের বাহীরে আমার কোরবানীর গরুটি নিয়ে বসে থাকবে, তখন রাড়ির মালিক হালিমা ক্ষিপ্ত হয়ে বলেন বেশি বারাবারী করলে সবাইকে বের করে দিব গরুসহ রাস্তায় গিয়ে ঘুমাইয়া থাকেন, আমাদের সংবাদদাতা সিরাজুল ইসলাম বলেন মুক্তিযোদ্ধা যদি বিষয়টি বারাবারী করতেন তাহলে হালিমা তাকে মারধর করতেন বলে আমার ধারণা । আমরা যাদের জন্য লাল সবুজের পতাকা তলে স্বাধীনভাবে বেচে আছি তাদের যদি হয় এই অবস্তা তাহলে জাতি যাবে কোথায় আমার প্রশ্ন একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করা গোতা জাতিকে অপমান করা নয় কী ?