নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাংলা মোটরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) অফিসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার বিকেলে এই সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হয়। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, ‘বুধবার দুপুরে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। অফিসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। তারই জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।’
এদিকে ঢামেক হাসপাতাল প্রতিনিধি জানান, সংঘর্ষে আহত ইমরুল শেখ তুষার, হাবিবুর রহমান জনি ও নজরুল ইসলামকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে নজরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিআইডব্লিউটিসি’র নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান, সম্প্রতি অফিসটি মতিঝিল থেকে বাংলা মোটরের স্থানান্তর করা হয়। মতিঝিলে অফিস থাকাকালে সেটি নিয়ন্ত্রণ করতো দক্ষিণ যুবলীগ নেতা খালিদ ভূঁইয়ার লোকজন। কিন্তু অফিসটি বাংলামোটরে আসার পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে চলে আসে। এদিকে খালিদ গ্রুপ অফিসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য মরিয়া ছিল। তারই জের ধরে খালিদের লোকজন এক সপ্তাহ আগে হামলা করে। বিষয়টি পুলিশকে জানানো হয়। খালিদের লোকজনই পরিকল্পিতভাবে বুধবার আবার হামলা করে।