
সচিবালয় প্রতিবেদক : যানজট নিরসনে নির্মিতব্য বাস র্যাপিড ট্রান্সপোর্ট (বিআরটি) প্রকল্পে ২৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক।
রোববার সচিবালয়ে বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘বিআরটি প্রকল্প নির্মাণে ২৫০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিতে চায় বিশ্বব্যাংক। মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত হবে বিআরটির প্রথম ধাপ। জানুয়ারিতে এ অর্থ ছাড় পাবো বলে আশা করছি।’
তিনি বলেন, বিআরটি প্রকল্পের অর্থ দ্রুত ছাড় দেওয়ার অনুরোধ করেছি। জানুয়ারিতে হলে ভালো হবে। শুষ্ক মৌসুমে কাজ করতে সুবিধা হবে।
ওবায়দুল কাদের জানান, ১০ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত ২৫০ কিলোমিটার চার লেনবিশিষ্ট সড়ক নির্মাণ করা হবে। এ প্রকল্পেও অর্থ সহায়তার জন্য বিশ্বব্যাংককে অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, পদ্মা সেতুকে কেন্দ্র করে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের যে দূরত্ব তৈরি হয়েছিল, তা আর নেই। তারা এখন আমাদের উন্নয়নকাজে অংশ নিতে চায়। উন্নয়ন প্রকল্পে অর্থ সহায়তা দিতে প্রস্তুত।
বিআরটি ও চট্টগ্রাম-টেকনাফ সড়ক নির্মাণ প্রকল্প দুটিতে দ্রুত অর্থ ছাড়ের বিষয়ে বিশ্বব্যাংকের সাড়া পাওয়া গেছে কি না জানতে চাইলে সেতুমন্ত্রী জানান, তারা বলেছেন জানুয়ারিতে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে, তারপরে সিদ্ধান্ত হবে।
এর আগে বিশ্বব্যাংকের বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পালকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।