বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের চক্রান্ত —শ্রীনগরে শাহ্ মোয়াজ্জম হোসেন

শ্রীনগর(মুন্সীগঞ্জ) সংবাদদাতা: আগামী নির্বাচনের জন্য বিএনপি সর্বাত্মকভাবে প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বিএনপি’র নেতৃবৃন্দ। তবে বিএনপি কে বাদ দিয়ে যদি নির্বাচন আয়োজনের চক্রান্ত করা হয়, তবে সেই নির্বাচন প্রতিহত করারও প্রস্ততি রয়েছে বিএনপি’র। কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির নেতাকর্মীরা বুকের শেষ রক্ত বিন্দু দিতে প্রস্তত। তবে মনে রাখতে হবে, সেই আন্দোলনে বিএনপির একজন কর্মী নিহত হলে আওয়ামী লীগকেও সমপরিমাণ ক্ষতিস্বীকার করতে হবে।

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং সারাদেশে লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে শ্রীনগরে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
শনিবার বিকাল ৩ টায় শ্রীনগর অস্থীয় দলীয় কার্যালয়ের সামনে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো:শহিদুল ইসলাম । এতে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আজিজুল হক লেবু কাজী, বিএনপি নেতা মো:আনোয়ার হোসেন ভূইয়া,সিরাজদিখান উপজেলা সভাপতি ধীরেন কুদ্দুস, সিরাজদিখান সাধারন সম্পাদক, আওলাদ হোসেন, শ্রীনগর সাধারণ-সম্পাদক আবুল কালাম কানন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন উজ্জল,যুবদলের জেলার সাধারন সম্পাদক স¤্রাট ইকবাল,শ্রীনগর উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদিন জেমস, সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, সাংগঠনিক-সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল, ছাত্রদল কেন্দ্রীয় সহ-সম্পাদক আলমগীর আলম, উপজেলা সাবেক সভাপতি শামীম ঈমাম সাচ্চু ,বীরতার ইউনিয়নের সভাপতি মো সোরহাব হোসেন, মো:পার্থ ,মো ই¯্রাফিল, বীরতারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল জলিল। এছারাও উপজেলা ছাত্রদল সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, জামিল হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।