বিএনপির অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির ঘোষিত অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে এ কর্মসূচি হওয়ার কথা থাকলেও সেটি এখন জাতীয় প্রেসক্লাবের সামনে হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচিতে এই সংশোধনের কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তবে অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করা হলেও সময় অপরিবর্তিত থাকবে। অবস্থান কর্মসূচি বেলা ১১টায় শুরু হবে। শেষ হবে দুপুর ১২টায়।

দুর্নীতির মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে ধারাবাহিকভাবে মানববন্ধন, অনশন, বিক্ষোভ, মিছিল, কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে দলটি।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১২ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি রয়েছে দলটির। যদিও এর আগে সমাবেশের জন্য স্থান বরাদ্দ চেয়ে সংশ্লিষ্টদের কাছে আবেদন করলেও তাতে সাড়া পায়নি বিএনপি।