সচিবালয় প্রতিবেদক : বিএনপির মধ্যে নেগেটিভ একটি ধারা চলে এসেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘বিএনপির মধ্যে নেগেটিভ বিষয় চলে এসেছে। একটি ধারা- মানি না, মানব না। এই একটি মানসিকতায় তারা ভুগছে। এটা থেকে তারা বের হতে পারছে না। দেখবেন তারা ঠিকই ইলেকশনে অংশ নেবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে অংশ না নিলে রাজনীতিতে বিএনপি অপ্রাসঙ্গিক হবে।’
বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
কোন বিশ্বাস থেকে বলছেন বিএনপি নির্বাচনে আসবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা কোনো বিশ্বাসের বিষয় নয়। বিএনপি রাজনীতি করে। তাদেরও তো রাজনৈতিক কৌশল আছে। তারা গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল তারা করেছে, এর পরিণামে তাদের যতটা দুর্বল, সংকুচিত দল করেছে, এলোমেলো করেছে, সেখানে তাদের ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। সেই ঝুঁকি তারা নেবে বলে আমার মনে হয় না। কাজেই তারা নির্বাচনে অংশ নেবে।’
সরকার নোয়াখালীর হাতিয়ায় রোহিঙ্গা পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু নোয়াখালীর বাসিন্দারা এর প্রতিবাদ জানিয়েছে। সেই এলাকার সন্তান হিসেবে আপনার মন্তব্য কী, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি সরকারকে প্রতিনিধিত্ব করি। নোয়াখালীর মানুষ হিসেবে আমি কোনো কথা বলতে চাই না। আমি সরকারের সিদ্ধান্তকেই ফলো করব। সরকারের সিদ্ধান্ত যাতে ইমপ্লিমেন্ট হয় সে ব্যাপারে আমার যা যা দায়িত্ব আমাকে সেটা করতেই হবে।’
তিনি বলেন, ‘এ ধরনের একটি বিষয় (রোহিঙ্গা) যখন আমাদের ওপর এসে গেছে, সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক সংকট মোকাবিলায় তহবিল গঠন ও সাহায্য সহযোগিতায় আহ্বান করা হয়েছে। এখানে যে তহবিল দরকার আমার তো সেটা দিতে পারছি না।’
বিএনপি নতুন নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়েছে। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কে যে কী বলে তাতো জানি না। একেক জন একেক কথা বলেন। তাদের নেতাদের মধ্যে ভিন্ন মত। আজকে তো ফখরুল সাহেব এমন একটা ইঙ্গিত দিয়েছেন যে, সামনে তাদের (নির্বাচন কমিশন) কর্ম দেখার অপেক্ষায় আছেন। এটা যদি তাদের সকলের মত হয়, তো ভাল।’
মন্ত্রী আরো বলেন, ‘আরেকজন আরেক কথা বলবে। কেউ আবার বলছেন, জনতার মঞ্চের লোক, তাকে (সিইসি) সরে যেতে। এখনো নাকি প্রেসিডেন্টের সুযোগ আছে সিইসিকে বাদ দেওয়ার। এসব বিষয় হচ্ছে, আবোল-তাবোল কত কথা। দল এলোমেলো দুর্বল হয়ে গেলে যা হয়। এত হতাশা তাদের ওপর ভর করেছে, এত বিপর্যন্ত তাদের কথাবার্তা, এলোমেলো, কারো সঙ্গে কারো কোনো মিল নেই্।’
বৈঠকের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, আমাদের নতুন প্রশাসন নিয়ে আলোচনা হয়েছে।’
রোহিঙ্গাদের হাতিয়া দ্বীপে স্থানান্তরের কথা বলা হচ্ছে, এ বিষয়ে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘এই প্রস্তাবের বিষয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। রোহিঙ্গারা সেখানে যেতে চায় কি না, তাও দেখতে হবে। রোহিঙ্গারা মানসিক আঘাত পেয়েছে, এমন কিছু আমরা চাইবো না যাতে তারা পুরনায় মানসিক আঘাত পায়।’