
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু, সিরাজগঞ্জ শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি রবিউল ইসলাম রুপো ও ভাগ্নে ফারুক।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা নাশকতা, সরকারি কাজে বাঁধা দেওয়াসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।