বিএনপি আরেকটি ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে

নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ নিয়ে বিষাক্ত পরিবেশের উসকানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিএনপি আরেকটি ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে (এনএসসি টাওয়ার) শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

গত আট বছরে বিএনপির ইস্যু ভিত্তিক আন্দোলনের ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ক্ষমতায় থেকেও আমরা সুসময়ে নেই। কিছুদিন পর পরেই দুঃসময়। অবিরাম ষড়যেন্ত্রর মধ্য দিয়ে কণ্টকাকীর্ণ পথে শেখ হাসিনা সরকারের পথচলা। গত সাড়ে আট বছর আমাদের চলার পথ কখনো পুষ্প বিছানো ছিল না। বারে বারে আমরা কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করেছি।

৫ জানুয়ারির নির্বাচন বয়কটে বিএনপি-জামায়াত জোটের জ্বালাও পোড়াও এবং সহিংস আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে কাদের বলেন, ‘তাদের হাতে এখনো রক্তের দাগ। কত প্রাণের প্রদীপ তারা নিভিয়ে দিয়েছে। তাদের রক্তের পিপাসা এখনো শেষ হয়নি। তারা জনগণকে সঙ্গে না পেয়ে, আন্দোলনে ব্যর্থ হয়ে এখন অন্ধ গলিতে ষড়যন্ত্রের পথ খুঁজছে। একটা সুযোগ পেলেই ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করে।

ঈদের পরে আন্দোলনের ডাক দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ কেন তাদের সঙ্গে নেই। সেজন্য এখন তারা প্রতিশোধ নেবে শেখ হাসিনার ওপর। সরকারকে হঠাবে চক্রান্ত করে। সেটাই তাদের শপথ। দেশে বিদেশে ষড়যন্ত্র বৈঠক হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সুপ্রিম কোর্টের একটা রায়কে কেন্দ্র করে তারা ধরেই নিল বিজয়ের স্বর্ণ দুয়ার বুঝি সমাগত। নির্বাচন এখনও অনেক দূরে। তারা মনে করেছে, এই সুবর্ণ সুযোগ পাওয়া গেল হারানোর ময়ূর সিংহাসন ফিরে পেতে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এই তো স্বপ্ন, এই তো রঙিন খোয়াব। আদালতের রায় আপনাদের ক্ষমতায় বসাবে। মওদুদ আহমেদ বলেছেন, চরম মূল্য দিতে হবে। চরম মূল্য কাদের দিতে হবে?’

সুপ্রিম কোর্টের রায় নিয়ে আজকের বিষাক্ত পরিবেশের উসকানিদাতা বিএনপি দাবি করে কাদের বলেন, ‘এই পরিস্থিতির উসকানি দিয়েছে বিএনপি। তারা বাংলার মাটিতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আরেকটা ওয়ান ইলেভেনের পাঁয়তারা করছে।’

তিনি আরো বলেন, ‘দিল্লী বহুদূর। সেই রঙিন স্বপ্ন ভেঙে যাবে। তাই বিদ্বেষ ও অন্ধ আক্রোশ নিয়ে কথা বলছেন। শক্তি কমে আসছে সেজন্য মুখের বিষ খুব উগ্র হয়েছে।’

বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমেদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধীরে চলার নীতি অবলম্বন করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘স্বপ্ন দেখছেন, কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমতার স্বপ্নের সঙ্গে নেই। অচিরেই এই খোয়াব ও দিবাস্বপ্ন ভেঙে যাবে। মওদুদ সাহেব, আপনাদের চরম মূল্য দিতে হবে। আপনারা বিষধর সাপ নিয়ে খেলা করছেন। এই সাপের ছোবল থেকে আপনাদের রক্ষা নেই। যে সাপ নিয়ে খেলছেন, সেই সাপের ছোবলেই আপনাদের করুণ পরিণতি ঘনিয়ে আসবে।’

২১শে আগস্ট ও ১৫ আগস্ট জাতীয় দুর্ঘটনা, এই ধরনের দুর্ঘটনা হতেই পারে’বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, ‘ইতিহাস ও সত্যের সঙ্গে নির্মম ও নিষ্ঠুর তামাশা। মোশাররফ সাহেব, হ্যাঁ; জাতীয় দুর্ঘটনা। কারণ আপনারা তো ধরেই নিয়েছিলেন গ্রেনেড হামলায় শেখ হাসিনা শেষ হয়ে গেছেন। কিন্তু শেখ হাসিনা আল্লাহর রহমতে বেঁচে গেছেন, এটা তো জাতীয় দুর্ঘটনাই। শেখ হাসিনাকে মারতে গেছেন কিন্তু তিনি বেঁচে গেছেন, এটা তো আপনাদের কাছে জাতীয় দুর্ঘটনা হবেই।’

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্তমান সভাপতি রকিবুল রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।