
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত পাকিস্তানের সঙ্গে আঁতাত করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটিএ-এর দুটি প্রকল্পের ২০টি ড্রেজিং সহায়ক নৌ-যানের উদ্বোধনকালে একথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত পাকিস্তানের সঙ্গে আঁতাত করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদেরই পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। তারা বোমা মেরে মানুষ হত্যা করেছে। ধর্মকে ব্যবহার করে তারা এ ধরনের কাজ করেছে।
শাহজাহান খান বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদকে প্রতিহত করছে। শেখ হাসিনার সরকার দেশে যে উন্নয়ন কাজ করছে, আগামী নির্বাচনে জনগণ আবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন।
সেলিম ওসমান শীতলক্ষ্যা নদীতে যাত্রী দুর্ভোগ ও দুর্ঘটনা রোধে সেন্ট্রাল খেয়াঘাট এবং নবীগঞ্জ খেয়াঘাটে দুইটি ফেরি দিতে নৌমন্ত্রীর কাছে দাবি জানান। পাশাপাশি শিল্পনগরী নারায়ণগঞ্জের প্রাচ্যের ড্যান্ডির পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি কন্টেইনার পোর্ট স্থাপনের দাবি জানান। এ সময় নৌমন্ত্রী তাদের উভয়ের দাবি পূরণের আশ্বাস দেন।