নিজস্ব প্রতিবেদক : নাশকতার মামলায় ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার সকালে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে সোহেল আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ ছাড়া রাজধানীর পল্টন থানায় দায়ের করা ২২ মামলা, মতিঝিল থানার তিন, দারুস সালাম থানার দুই, যাত্রাবাড়ী থানার তিন, ওয়ারী থানার দুই, মুগদা থানার তিন, খিলগাঁও থানার দুই ও রামনা, শাহবাগ, মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি করে মামলায় সোহেল জামিন আবেদন করেন। বিচারকরা এসব মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হাবিব-উন-নবী খান সোহেলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবা রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।