বিএন‌পির নিবন্ধন বা‌তিল হ‌লে কোনো দলেরই নিবন্ধন থাকবে না

জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : আগামী নির্বাচ‌নে বিএন‌পি অংশ না নি‌লে নিবন্ধন বা‌তি‌লের যে কথা আওয়ামী লী‌গের নেতারা বল‌ছেন তা উ‌ড়ি‌য়ে দি‌য়ে দল‌টির ‌নেতা খন্দকার মোশাররফ হো‌সেন ব‌লে‌ছেন, বিএন‌পির নিবন্ধন বা‌তিল হ‌লে কোনো দলেরই নিবন্ধন থাকবে না।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তি‌নি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে ‘নাগরিক দল’ নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।

খন্দকার মোশাররফ ব‌লেন, ‘বিএনপির নিবন্ধন বাতিলের যে আশঙ্কার কথা বলা হচ্ছে, তার চেয়ে হালকা কথা আর নেই। বিএনপি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই নির্বাচনে যাবে। সুতরাং বিএনপির নিবন্ধন না থাকলে কারো নিবন্ধনই থাকবে না।’

বিএন‌পি নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই নির্বাচন কর‌বে জা‌নি‌য়ে দল‌টির এই নীতি নির্ধারক ব‌লেন, ‘সেখানে নিবন্ধন বাতিলের প্রশ্ন উঠবে না। সেই পরিস্থিতির দিকে যদি সরকার দেশকে ঠেলে দেয়, তা হলে তার জন্য এই সরকারকেই দায়ী থাকতে হবে, শেখ হাসিনা দায়ী থাকবেন।’

বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত বলেও এ সময় মন্তব্য ক‌রেন খন্দকার মোশাররফ।

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোর তথ্য-উপাত্ত-যুক্তি নেই দা‌বি ক‌রে তিনি বলেন, ‘ওই সব মামলার সবটাই বানোয়াট ও মিথ্যা, কোনোটাই প্রমাণ করতে পারবে না সরকার। তারা এই মামলা দিয়ে দেশনেত্রীর ওপর মানসিকভাবে চাপ সৃষ্টি করে আমাদেরকে দুর্বল করতে চায়।’

মামলায় শাস্তি দিয়ে সরকার খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে চাইছে ব‌লেও এ সময় মন্তব্য ক‌রেন তি‌নি।

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনের প্রসঙ্গ টে‌নে মোশাররফ ব‌লেন, ‘দুর্বল বিচার বিভাগকে আজকে এই সরকার জুজুর ভয় হিসেবে জনগণের সামনে দাঁড় করিয়েছে। বিচারালয়ে নাটক হচ্ছে। দেশনেত্রীকে বিশেষ আদালতে নিয়ে সারা দিন বসিয়ে রাখা হচ্ছে, মানসিকভাবে তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।’

জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপি ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমীন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নিপুর রায় চৌধুরী বক্তব্য রাখেন।