বিএসএফের নির্যাতনে আহত ১, যুবক আটক

লালমনিরহাট প্রতিনিধি : কুড়িগ্রামের দহগ্রাম সীমান্তে বিএসএফের নির্যাতনে মুরারী মোহন গুপ্ত (৫৫) নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

এদিকে বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্ট থেকে মোকলেছার রহমান (৩০) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

মুরারী মোহন গুপ্ত ময়মনসিংহের নান্দাইল উপজেলার সাভার এলাকার মৃত দেবেন্দ্র মোহন গুপ্তের ছেলে। তিনি গত ৫-৬ মাস আগে বিনা পাসপোর্টে ভারতে যান। মঙ্গলবার দিবাগত রাতে দালালের মাধ্যমে ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার সীমান্ত পথে দহগ্রামে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন। পরে বিএসএফ তাকে বেধড়ক পিটিয়ে সীমান্তে ফেলে রেখে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে দহগ্রাম হাসপাতালে এবং পরে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লালমনিরহাট-১৫ বিজিবির পাটগ্রাম কোম্পানি কমান্ডার সুবেদার সুজা উল্ল্যাহ বলেন, বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে।

এদিকে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্ট থেকে মোকলেছার রহমান (৩০) নামে এক বাংলাদেশিকে যুবককে বুধবার ভোরে আটক করেছে ভারতীয় বিএসএফ।

মোকলেছার রহমান বুড়িমারী এলাকার আফজাল হোসেনের ছেলে। বিনা পাসপোর্টে বুড়িমারী-চ্যাংরাবান্ধা স্থলবন্দরের জিরোপয়েন্ট অতিক্রম করে ভারতে প্রবেশ করায় বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।

লালমনিরহাট-১৫ বিজিবির বুড়িমারী স্থলবন্দর কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলাম বলেন, বিনা পাসপোর্টে ৮৪২ নম্বর মেইন পিলার এলাকার সীমান্ত অতিক্রম করে মোকলেছার রহমান চ্যাংরাবান্ধায় ঢুকে পড়ে। কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দল তাকে আটক করে।