নিজস্ব প্রতিবেদক : সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর শুক্রবার বিকেল ৫টায় পূর্ণ হবে ৭২ ঘণ্টা।
গত মঙ্গলবার বিকেলে স্কয়ার হাসপাতালে খাদিজা বেগমের মাথায় দ্বিতীয় দফা অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। এর পর তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। আজ বিকেলে তার ৭২ ঘণ্টা পূর্ণ হচ্ছে।
শুক্রবার সকালে খাদিজার মামা আব্দুল বাসেত বলেন, বিকেল ৫টায় খাদিজার দ্বিতীয় দফা অপারেশনের ৭২ ঘণ্টা পূ্র্ণ হচ্ছে। দুপুরের দিকে একটা পরীক্ষা করার কথা চিকিৎসকদের। এটার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে অস্ত্রোপচারের পর তার কতটুকু উন্নতি হলো।
এদিকে খাদিজার শারীরিক অবস্থা বিস্তারিত জানাতে আরো ২৪ ঘণ্টা বেশি সময় লাগতে পারে বলে তার বাবা মাসুক মিয়াকে জানিয়েছিলেন চিকিৎসকেরা।
খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বলেন, ‘আমরা এখন ওপরওয়ালার ভরসায় খাদিজাকে ছেড়ে দিয়েছি। ওছিলা হিসেবে কাজ করছেন চিকিৎসকেরা। আল্লাহর রহমত হলে যেকোনো সময় সে আমাদের মাঝে ফিরে আসবে। তবে আমরা চিকিৎসকদের স্বাভাবিকভাবে কাজ করার সুযোগ দিতে চাই। তারা যত সময় চাইবেন আমরা তা দিতে বাধ্য। শুনেছি চিকিৎসকেরা বলেছেন খদিজার শারীরিক ও নিউরোলজিক্যাল স্টেটাস জানাতে আরো ২৪ ঘণ্টা লাগতে পারে।’
পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সোমবার বিকেলে খাদিজাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রথম দফা অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।
মঙ্গলবার বিকেলে খাদিজার মাথায় অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।