
ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর। আট দলের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ৪ ফেব্রুয়ারি। সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া বিগ ব্যাশের সূচি চূড়ান্ত করেছে।
বিগ ব্যাশের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুম শুরু হবে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে ১ ও ২ ফেব্রুয়ারি।
বিগ ব্যাশে সপ্তম আসরে বেড়েছে ম্যাচ সংখ্যা। ৪৭ দিনের বিগ ব্যাশে ম্যাচ হবে ৪৩টি। ১৯ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিডনি থান্ডার ও সিডনি সিক্সার্স।
পুরুষদের বিগ ব্যাশ শুরু হওয়ার দশ দিন পূর্বে শুরু হবে নারীদের বিগ ব্যাশ লিগ। তবে দুই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ৪ ফেব্রুয়ারি। পুরুষদের সবকটি ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করলেও নারীদের ১২টি ম্যাচ সরাসরি টেন নেটওয়ার্ক সম্প্রচার করবে। তবে বাকি ম্যাচগুলো ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের ওয়েবসাইটে দেখাবে।