নিজস্ব প্রতিবেদক : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলা বাতিল চেয়ে তত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ও আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি ফজলুল হকের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার বিচারপতি মো. শওকত হোসাইন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল।
এর আগে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে বিচারপতি ফজলুল হকের মামলার কার্যকারিতা স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন আপিল বিভাগ।
বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১৩ এপ্রিল দুদক রমনা থানায় মামলা করেন।