বিজয়নগরে মুমিনের প্রকাশ্যে ফেন্সিডিল ও স্কফ সিরাপ এর তুমুল ব্যবসা

সংবাদ দাতাঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের একাধিক নামে পরিচিত একই যুবক (মমিন/সাগর/ প্রকাশ্যে করে যাচ্ছেন মাদক ব্যবসা। ২৫/০১/২০২৫ ইং তারিখের শনিবার দিন একদল মাদক সেবনকারীদের সাথে ছদ্মবেশে মাদক ব্যবসায়ীর বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলে দেখা যায় প্রকাশ্যে দিবালোকে ফেন্সিডিল ও স্কফের হাট,মাদক সেবনকারীদের দেখা মাত্রই ব্যবসায় মুমিনের সহকারি একটি গাছের বাগানে গরুর ঘাস কাটতে, মাদক সেবনকারীদের দেখা মাত্রই জিজ্ঞেস করলেন কয়টা লাগবে, বলেই গাছের গোড়ায় গর্ত করে মজুদ রাখা ফেন্সিডিল ও স্কফ এক ডজন বের করে নিয়ে আসেন এবং হুরহুরি করে সেগুলো মাদক সেবনকারীদের হাতে দিয়ে টাকা নেওয়াই ব্যস্ত হয়ে পড়েন।

আর এভাবেই চলছে পুরো বিজয়নগর উপজেলা জুড়ে প্রকাশ্যে দিন দুপুরে রমরমা মাদকের ব্যবসা