বিজয়ী দাবি করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার সংবিধান সংশোধনে অনুষ্ঠিত বিতর্কিত গণভোটে নিজের সরকারকে বিজয়ী দাবি করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো । সোমবার ফল ঘোষণার তিনি দেশের ‘সাহসী জনগণকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ’ জানিয়েছেন।

বিরোধী দলগুলো গত কয়েক মাস ধরে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। প্রেসিডেন্ট মাদুরো এ দাবিকে পাশ কাটিয়ে নতুন সাংবিধানিক পরিষদ গঠন করতে চান, যারা কংগ্রেসকে পাশ কাটিয়ে নতুন সংবিধান প্রণয়নের অধিকার পাবে। বিরোধীদের দাবি আগ্রাহ্য করেই রোববার ভোট অনুষ্ঠিত হয়। রোববার নির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে সহিংসতা ও বিক্ষোভে সরকার ও বিরোধী পক্ষের ১০ জন নিহত হয়েছেন।

সোমবার ভোরে প্রধান নির্বাচন কমিশনার তিবিসে লুসিনা ফল ঘোষণা করেন। তার দাবি ৮০ লাখ ভোটার নির্বাচনে অংশ নিয়েছে।তবে বিরোধী দলের দাবি মাত্র ২০ থেকে ৩০ লাখ লোক এই নির্বাচনে অংশ নিয়েছে।

এক বিবৃতিতে বিরোধী দলের নেতারা বলেছেন, ‘সাংবিধানিক পরিষদ দেশের কোনো সমস্যার সমাধান করবে না। এটি নতুন করে সংকট আরো বাড়াবে। আগামীকাল নতুন ধাপে আন্দোলন শুরু হবে।’