বিজয়ের জন্য সাহসী নেতৃত্বকে অভিনন্দন, তালেবানকে হামাস

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবানরা। কাবুল দখলে নেওয়ায় তালেবানকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে জানায়, সোমবার (১৬ আগস্ট) এক অভিনন্দন বার্তায় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের উপস্থিতির অবসান ঘটানোয় তালেবানকে অভিনন্দন জানানো হয়।

হামাসের অভিনন্দন বার্তায় বলা হয়, আফগান ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের পরাজয়কে স্বাগত জানাচ্ছি। তালেবানের প্রশংসা করে এতে আরও বলা হয়, বিজয়ের জন্য সাহসী নেতৃত্বকে অভিনন্দন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী উৎখাতের মধ্য দিয়ে প্রমাণ হয় জনগণের প্রতিরোধ, যার জন্য ফিলিস্তিনি জনগণ লড়াই করছে, তার বিজয় ঠেকানো সম্ভব নয়।

এদিকে আফগানিস্তানে চলমান যুদ্ধের সমাপ্তি হয়েছে বলে জানিয়েছে তালেবান। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বানও জানিয়েছে গোষ্ঠীটি।