
নিজস্ব প্রতিবেদক : নাগরিকদের মধ্যে উদ্ভাবনের নেশা জাগিয়ে তুলতে শিগগিরই বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় টিভি রিয়েলিটি শো ‘উদ্ভাবকের খোঁজে’।
অ্যাক্সেস টু ইনফরমেশনের (এটুআই) হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার (এইচডি মিডিয়া) উদ্যোগে সারাদেশে শুরু হচ্ছে এ টিভি রিয়েলিটি শো। শোটিতে আবেদনের সময় আরো ১১ দিন বাড়ানো হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, ‘উদ্ভাবকের খোঁজে’ রিয়েলিটি শোতে ব্যাপক আবেদন পড়ছে। অনেকের অনুরোধে আইডিয়া পাঠানোর সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। এর আগে উদ্ভাবনী আইডিয়া জমা দেওয়ার শেষ সময় ছিল ২০ জানুয়ারি।
বাংলাদেশে বসবাসরত যেকোনো প্রকৃত নাগরিক (শিক্ষার্থী, শিক্ষক, এনজিও, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত যে কেউ) এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা হিসেবে চাওযা হচ্ছে নিজের উদ্ভাবনী মনের বিকাশ ঘটিয়ে এমন কিছু উদ্ভাবন করা, যা দেশ ও মানুষের জীবনযাত্রার পরিবর্তনে অনবদ্য ভূমিকা রাখতে সক্ষম হবে। এটি হতে পারে কোনো আইডিয়া বা সিস্টেমের পরিবর্তন কিংবা প্রযুক্তিগত উদ্ভাবন।
দেশ ও জাতির উন্নয়ন স্বার্থে যেকোনো আইডিয়া সাবমিট করা যাবে।
অ্যাক্সেস টু ইনফরমেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন একাধিক বিষয়েও আইডিয়া সাবমিট করতে পারবেন। প্রস্তাবিত উদ্ভাবনী আইডিয়াটি নির্বাচিত হলে ই-মেইলের মাধ্যমে প্রতিযোগীকে নির্দিষ্ট বিভাগের প্রাথমিক নির্বাচনী ক্যাম্পে আমন্ত্রণ জানানো হবে।
আগ্রহীদের উদ্ভাবনী আইডিয়াটি সাবমিট করতে ভিজিট করতে হবে : www.a2i.pmo.gov.bd এই ঠিকানায়।