নিজস্ব প্রতিবেদক : বিতর্কিত পাঠ্যসূচি সংশোধনের দাবি জানিয়েছে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন কর্তৃক আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বিতর্কিত পাঠ্যসূচি সংশোধনের পাশাপাশি পাঠ্যসূচি থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব গল্প, প্রবন্ধ ও কবিতা বাদ দেওয়ার দাবিও জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী বছরের শুরুতেই দেশের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন যে বই দেওয়া হবে, সেই বই থেকে যদি হিন্দত্ববাদ-নাস্তিক্যবাদ চিন্তা-চেতনা সংবলিত গল্প-প্রবন্ধ কবিতা বাদ না দেওয়া হয়, তাহলে ছাত্র ঐক্য সরকার ও নাস্তিকদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করতে বাধ্য হবে।
বইগুলো ধর্মীয় মূল্যবোধের আলোকে প্রণয়ন করার জন্যও মানববন্ধন থেকে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় বিতর্কিত পাঠ্যসূচি সংশোধন না করলে সরকারকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঐক্যের মুখপাত্র আব্দুল কাদির, নুরুজ্জামান, ঐক্যের সভাপতি আব্দুল্লাহ আল মাসউদ খান, খোরশেদ আলম, আব্দুর রহিম , আল আমিন প্রমুখ।