নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রবেশ করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ কমিশন।
আজ মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে কমিশনের অন্য সদস্যরা বঙ্গভবনে প্রবেশ করেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ বিষয়ে জানান, এর আগে নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চাইলে ৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবন সাক্ষাতের সময় জানিয়ে দেন।
তিনি জানান, কমিশন সাক্ষাতের সময় নিজেদের গত পাঁচ বছরের কর্মকাণ্ডের অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরবেন।