
অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের করের আওতায় আনতে ঢাকা ও চট্টগ্রামে পৃথক দুটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
সিভিল এভিয়েশন, এনএসআই, স্পেশাল ব্রাঞ্চ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দুটি মাঠপর্যায়ে কাজ করবে। এনবিআরের ঊর্ধ্বতন সূত্র রাইজিংবিডিকে নিশ্চিত করেছে।
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বিদেশি নাগরিকদের আয়করবিষয়ক স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ওই সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বর্তমানে এনবিআর চেয়ারম্যানের নেতৃত্বে একটি কেন্দ্রীয় টাস্কফোর্স চোরাচালান ও কর সংশ্লিষ্ট সব বিষয়ে কাজ করছে।
এনবিআর সূত্র জানায়, টাস্কফোর্স দুটি ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি কর্মীদের তথ্য-উপাত্ত সংগ্রহে কাজ শুরু করেছে। সংগৃহীত তথ্য-উপাত্ত সংরক্ষণ করতে একটি সফটওয়্যার তৈরির কাজও শুরু হয়েছে। বিদেশিদের আগমন ও বহির্গমনের সব তথ্য এই সফটওয়্যারের মাধ্যমে তথ্যভাণ্ডারে যুক্ত হবে।
অনেক দেশি প্রতিষ্ঠানে বিদেশিরা কাজ করছেন। অথচ এসব প্রতিষ্ঠান তাদের সঠিক তথ্য এনবিআরকে দিচ্ছে না। এর বাইরে অনেক বিদেশি অবৈধভাবে দেশে অবস্থান করছেন। বিষয়টি রাজস্ব আহরণের পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি। এসব বিদেশির তথ্য জানতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষসহ (বিআইডিএ) সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানকে সভাপতি করে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে গঠিত স্টিয়ারিং কমিটির সভায় বিদেশি নাগরিকদের সব তথ্য, ঠিকানা, ঠিকানা পরিবর্তন সংক্রান্ত সব তথ্য জানানো ওয়ার্ক পারমিট প্রদানকারী কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া বিদেশি নাগরিক সংক্রান্ত তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান, সিভিল এভিয়েশন, এনএসআই, স্পেশাল ব্রাঞ্চ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সম্পাদনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সঙ্গে ভিসা বৃদ্ধি, কম বেতন প্রদর্শন, ওয়ার্ক পারমিট না থাকা স্বত্বেও চাকরি করা, কর ফাঁকি দেওয়ার জন্য ছোট পদে চাকরি দেখানো ইত্যাদি ক্ষেত্রে প্রচলিত বিধিবিধানের ব্যত্যয় ঘটিয়ে কর ফাঁকি দেওয়ার তথ্য আলোচনা করে সামগ্রিক ব্যত্যয়গুলো উল্লেখ করে বিজ্ঞাপন দিয়ে প্রচার করে সচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।
এনবিআর সূত্র আরো জানায়, বর্তমানে ৫ লাখের বেশি বিদেশি নাগরিক দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। কিন্তু নিয়মিত কর দিচ্ছেন মাত্র ১১ হাজার। তবে বিদেশিদের কাছ থেকে কর আদায় নিশ্চিত করতে ২০১৫-১৬ অর্থবছরে আয়কর অধ্যাদেশে নতুন ধারা সংযোজন করা হয়েছে। এতে কোনো প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশি নাগরিককে নিয়োগ দিলে নিয়োগকর্তার ৩ মাস থেকে ৩ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে।
এ ছাড়া বিদেশিদের ভিসার ক্যাটাগরি পরিবর্তনে এনবিআরের ছাড়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। ভিসার মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে আয়কর প্রত্যয়নপত্র দাখিল করতে হবে নিয়োগকারী প্রতিষ্ঠানকে।