অর্থনৈতিক প্রতিবেদক : বিভিন্ন বিদেশি দূতাবাসে পৃথক কর উইং রাখার পরামর্শ দিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে জাতীয় আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, আমাদের দেশে বিনিয়োগ বেড়েছে। আরো বাড়বে। প্রবাসী কিংবা বিদেশিরা আমাদের কর কাঠামো সম্পর্কে জানতে চায়। এজন্য বিদেশি দূতাবাসে পৃথক কর উইং থাকা দরকার।
তিনি আরো বলেন, বাংলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভ্যাট-ট্যাক্স দিতে চায়। তবে তারা কর দেওয়ার পদ্ধতি আরো সহজ চায়। এখন অনলাইনে রিটার্ন দেওয়া যাচ্ছে। ভবিষ্যতে হয়ত সব ট্যাক্স দেওয়া যাবে।
এফবিসিসিআই সভাপতি বলেন, উন্নত দেশে ট্যাক্স পুলিশ আছে। আমাদের দেশে এটি প্রবর্তন করা দরকার। যারা রাজস্ব বকেয়া রাখেন ট্যাক্স পুলিশ তাদের স্মরণ করিয়ে দিতে পারবেন। তাহলে রাজস্ব ফাঁকি অনেকটা রোধ করা সম্ভব হবে।
মাতলুব আহমাদ বলেন, জেলা ও বিভাগীয় শহরে রাজস্ব কমপ্লেক্স করা প্রয়োজন। এ ছাড়া ঢাকা শহরে আঞ্চলিক রাজস্ব কমপ্লেক্স করা এখন সময়ের দাবি।
জাতীয় আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী- আবুল মাল আবদুল মুহিত, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান প্রমুখ।